গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া এই সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে দেড় বা দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে। আগে যারা এতে যুক্ত ছিল না, তারাও এখন রয়েছে। এমনকি যারা চাঁদাবাজি করছে, তারা অনেকেই ব্যবসায়ী সংগঠনের সদস্য।’
তিনি আরো বলেন, “চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে। এটা নিয়ন্ত্রণ করা আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার ‘একে ধরো, ওকে ধরো’ নীতিতে চলছে না’।” অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে।
পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারিতে ফেরার সম্ভাবনা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যেই ফেরত আসতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।’
তিনি বলেন, ‘টাকা যারা পাচার করে, তারা খুবই কৌশলী। বিষয়টি খুব জটিল। অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। কিছু অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরার সম্ভাবনা আছে। বাকি অংশ ফেরাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের প্রক্রিয়া কোনো সরকার এড়াতে পারবে না। এটা আন্তর্জাতিক প্রক্রিয়া, বাঁধাধরা নিয়মে চলতে হয়। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে। কিছু বিদেশি অ্যাকাউন্ট এরই মধ্যে ফ্রিজও করা হয়েছে।’
পাচার হওয়া টাকার পরিমাণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতে পারবেন।’
রূপপুর চালু ডিসেম্বরে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে ডিসেম্বরে- এমনটাই জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আমরা নভেম্বরেই চালুর জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে, ডিসেম্বরে চালু করবে। এরই মধ্যে কেন্দ্রের জ্বালানি এসে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কিছু সুপারিশ দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন চলছে।’
তিনি জানান, রূপপুর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি।