ময়মনসিংহ , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ ওবায়দুল ও যুবলীগ সভাপতিসহ

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতিসহ মোট সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। 

এই তথ্য সোমবার (০৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। এর আগে গত ১৫ অক্টোবর পৃথক মামলায় কাদেরসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১।

সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় এই ১৭ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলাগুলোর অগ্রগতির বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন আসামিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দিয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান-এর বিরুদ্ধে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগ আনা হয়েছে, যা আদালত আমলে নিয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এছাড়া, জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

সকালে ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক ছিলেন। প্রায় সবাইকে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হয়। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে এবং ১৮ ফেব্রুয়ারি ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ ওবায়দুল ও যুবলীগ সভাপতিসহ

আপডেট সময় ১২:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতিসহ মোট সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। 

এই তথ্য সোমবার (০৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। এর আগে গত ১৫ অক্টোবর পৃথক মামলায় কাদেরসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১।

সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় এই ১৭ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলাগুলোর অগ্রগতির বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন আসামিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দিয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান-এর বিরুদ্ধে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগ আনা হয়েছে, যা আদালত আমলে নিয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এছাড়া, জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

সকালে ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক ছিলেন। প্রায় সবাইকে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হয়। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে এবং ১৮ ফেব্রুয়ারি ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।