গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির বাবা একটি হোটেলে কাজ করেন। তিনি জানান, তার দুই ছেলে-মেয়ে। ছোট ছেলের বয়স দুই বছর। তার স্ত্রী ছোট ছেলেকে নিয়ে বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। এ সময় বড় মেয়ে বাসায় একাই থাকতো।
তিনি অভিযোগ করে বলেন, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী আনার খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ঢুকে জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষণ করে। এতে মেয়েটি রক্তাক্ত হয় এবং তাকে ভয় দেখানো হয়। পরে মেয়ের মা বাসায় এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনার পর স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার আশ্বাস দেওয়া হলেও কোনো বিচার হয়নি। এদিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে মঙ্গলবার বাড়িওয়ালার পরামর্শে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শিশুটিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে ওসিসিতে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।