সুনামগঞ্জ সীমান্তে ৮৫৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদের চালান আটক করেছে ২৮ বিজিবি। আজ শনিবার ভোররাতে নৈগাঙ, কাপনা, কামারভিটা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মদের চালান জব্দ করা হয়।
এই মদের চালান সীমান্ত দিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে নিয়ে এসেছিল। বিজিবির টহল দলের তৎপরতার কারণে মদ রেখে পালিয়ে যায় চোরাকারবারির দল।