ভাষাশহীদ স্মরণে উন্মোচন করা হলো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বাংলা ভাষাভিত্তিক তিনটি সফটওয়্যার বাংলা টেক্সট টু স্পিচ ‘উচ্চারণ’, বাংলা স্পিচ টু টেক্সট ‘কথা’ এবং বাংলা ওসিআর ‘বর্ণ’সহ নতুন একটি বাংলা ফন্ট ‘পূর্ণ’। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এসব উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সঙ্গে ভাষাশহীদদের স্মরণে বিটিসিএলের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যান্ডউইডথ ‘জিপন’-এর বিশেষ সাশ্রয়ী প্যাকেজ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ই-সিমের উদ্বোধনও করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী ৩০ জুনের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন লোকসানী সব প্রতিষ্ঠানকে লাভজনক পর্যায়ে নিতে চাই।