জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “যারা অস্ত্র দিয়ে শাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।”
তিনি আরো বলেন, “গত ৫ তারিখের পর বাংলাদেশে সিভিল ওয়ারের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। তবে আমরা ৪ তারিখেই ঘোষণা দিয়েছিলাম যে, আমাদের হাতে অস্ত্র নেওয়া হবে। কিন্তু পাঁচ তারিখে সলিউশন আসার পর, সবাই পালিয়ে যাওয়ার পর, আমরা সেই সিভিল ওয়ারের পথ থেকে ফিরে এসে সরকারের শান্তি প্রতিষ্ঠায় একটি নতুন সরকার গঠন করতে আহ্বান জানিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার বিভিন্ন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। সরকারের কোন দিকে যাবে, সেটা দেখার বিষয় না। আমাদের জনগণ বাংলাদেশ কোন দিকে যাবে, সেটা দেখার বিষয়। আমরা ছয় মাস ধরে রাজপথে লড়াই করেছি। শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে, গতকাল তাদের হাতে অস্ত্রের উপস্থিতি দেখে আমরা চিন্তিত।”
তিনি আরও বলেন, “আমরা একটি বাংলাদেশ চাই যেখানে দরদ ও দায় রয়েছে, আর সেটি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে ধর্মীয় বিভাজন করে রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে, সেটি রুখে দাঁড়াতে জনগণ প্রস্তুত।”
নাসির উদ্দিন পাটোয়ারী দাবি করেন, “বাংলাদেশে ধর্মীয় বিভাজনের রাজনীতি চলতে দেওয়া হবে না। গত ১৫ বছর ধরে আমরা সেই রাজনীতির বিরুদ্ধে লড়াই করে আসছি এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখব।”

স্টাফ রিপোর্টার 

























