গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর এক সাক্ষাৎকারে জানান,ছাত্র নেতৃবিন্দসহ অন্যান ৪২ টি রাজনৈতিক দল, আমরা একসাথে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম।
এখন অনেকেই সরকারের দ্বায়িত্ব পালন করছে আমরা তাদের শুভেচ্ছা জানাই তবে তাদের সরকার থেকে বেড়িয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, গণঅধিকার কমিশনের তরুণরা যেমন ৭/৮ বছরে তৈরী হয়েছে, সেভাবে তৈরী হওয়া দরকার। আমরা বলেছিলাম, আওয়ামী লীগ এর সময়ে আমাদের কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছিল, সিটের অফার দেওয়া হয়েছিল। আমরা যাইনি।
সেখানে যখন জেনারেল ইব্রাহিম সাহেব, শাহাজাহান ওমর এর মতো লোকেরা গিয়েছে, তখন আমরা বলেছিলাম,শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানীর পশুর মতো কেনা বেচা করে, এখনো তাই ই দেখছি। একজন তরুন ছেলেকে যদি অফার দেওয়া হয় তোমাকে এমপি বানানো হবে ২/৪ কোটি টাকা দেওয়া হবে, তুমি আমাদের সাথে আসো। সরকারের পক্ষ থেকে এমন অফার পেলে তারা যাবেই, যারা গিয়েছে তারা অতীতেও ফিরে আসেছে, গণ পরিষদ হাওয়ায় উপর তৈরী হওয়া দল নয়