মসজিদভিত্তিক মক্তব ও কোরআন তালিম কোর্স আয়োজন করবে ছাত্রশিবির।
পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২ মার্চ ছাত্রসংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে কর্মসূচির কথা জানানো হয়।
অসচ্ছল, হতদরিদ্র পরিবার, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ, শিক্ষার্থী, হোটেল মালিক ও ব্যবসায়ীদের প্রতি কেন্দ্রীয় সভাপতির আহ্বান পৌঁছানো, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মাহে রমাদানের ক্যালেন্ডার ও রমাদান ম্যানুয়াল পৌঁছানোর কাজ করবে ছাত্রশিবির।
রমজানের পুরো মাসে বিভিন্ন শাখা তাদের সুভিধামতো সময়ে এই কর্মসূচি পালন করবে।