পুলিশ নড়াইলের লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে । এ ঘটনায় ঐ শিশুর দাদী রাবেয়া বেগমকে (৬০) আটক করেছে পুলিশ।গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের কাঁদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু শাহাদাৎ মোল্লা লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্লা ও মরিয়ম দম্পতির ছেলে।
জানা যায়, ইব্রাহিম মোল্লার সঙ্গে তার প্রথম স্ত্রীর বিচ্ছেদের পর মরিয়ম বেগমকে বিয়ে করেন। শিশু শাহাদাৎ মরিয়মের আগের পক্ষের সন্তান। বুধবার দুপুরে রাবেয়া বেগম ২০ হাজার টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে মরিয়মের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর বিকেলে শাহাদাৎ নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হয়।
মাইকিং শুনে এক গ্রামবাসী জানান, বিকেলে তিনি শাহাদাৎকে তার দাদির সঙ্গে পুকুরপাড়ে দেখেছিলেন। এরপর স্থানীয়রা সেখানে গিয়ে কাঁদার ভিতর শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে লোহাগড়ার থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ দাদী রাবেয়াকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।