অনলাইন সংবাদ: মাগুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার মোট ৯৮ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইডসহ হাম-নাত, বাংলা-ইংরেজী রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, জারিগান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তব্য প্রতিযোগিতা, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়েছে
জেলা প্রশাসকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় সহকারি পরিদর্শক এ এস মাজেদ উর রহমান, তাপস কুমার বিশ্বাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা।