অনলাইন সংবাদ: জেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
জেলা প্রশাসনের উদ্যোগে সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোকসজ্জা, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু ও জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন।