অনলাইন সংবাদ: বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা সংকলন ‘স্মৃতি ৭১’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারি কমিশনার পূদম পুষ্প চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শেহাব উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহম্মদ, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের ও শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির মডারেশন বোর্ডের প্রধান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। গ্রন্থের সম্পাদনা করেছেন সাবেক ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেদোয়ান আরমান শাকিল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন রশীদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।