ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল করিম স্থানীয় একটি মসজিদের ইমাম।
গতকাল রোববার (৭ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হলে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বাঞ্ছারামপুরের একটি মসজিদের সামনে থেকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়। গত ১ এপ্রিল সকালে ধর্ষণের ঘটনার অভিযোগে থানায় মামলা হয়।
মামলার বিবরণীর বরাত দিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সেদিন সকালে ওই কিশোরী কুরআন শিক্ষার জন্য মসজিদে যায়। অন্য শিক্ষার্থীরা বাসায় চলে যাওয়ার পর আবদুল করিম ওই কিশোরীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং এই ঘটনার কথা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেন।
পরবর্তীতে মেয়েটি বাসায় গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে তার মা শুক্রবার বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।