ময়মনসিংহ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেলেন নেতাকর্মীরা থানা থেকে

 ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেলেন নেতাকর্মীরা থানা থেকে

নাটোরের লালপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছেন ফারজানা সারমিন পুতুলের সমর্থকরা।গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে।রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় এসে গ্রেপ্তারকৃত রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। এ সময় পুলিশ ছেড়ে দিতে অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান নেতাকর্মীরা।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফারজানা সারমিন পুতুল বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে জানায় যে, আপনার সমর্থকরা থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছেন। আমি বলি, কিভাবে আসামি ছিনিয়ে নিয়ে গেলো? পুলিশ কোথায় ছিল? এসপি এবং ডিআইজকে বলেছি দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে। স্থানীয় পুলিশ সদস্যরা আমাকে জানায়, ওসির সহযোগিতা ছাড়া আসামি ছাড়িয়ে নেওয়া সম্ভব নয়।’

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন আমাদের সময়কে বলেন, ‘আটকের পর থানার ভেতরে ছাত্রদলের কিছু লোকজন এসে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশের কোনো গাফলতি আছে কি না তা তদন্ত করা হবে। এবং যারা থানায় এসে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন, তাদের চিহ্নিত করা হবে। এ বিষয়ে যৌথবাহিনী অভিযানে রয়েছে।’

এদিকে আসামিসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেলেন নেতাকর্মীরা থানা থেকে

আপডেট সময় ১০:১৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

 ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেলেন নেতাকর্মীরা থানা থেকে

নাটোরের লালপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছেন ফারজানা সারমিন পুতুলের সমর্থকরা।গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে।রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় এসে গ্রেপ্তারকৃত রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। এ সময় পুলিশ ছেড়ে দিতে অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান নেতাকর্মীরা।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফারজানা সারমিন পুতুল বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে জানায় যে, আপনার সমর্থকরা থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছেন। আমি বলি, কিভাবে আসামি ছিনিয়ে নিয়ে গেলো? পুলিশ কোথায় ছিল? এসপি এবং ডিআইজকে বলেছি দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে। স্থানীয় পুলিশ সদস্যরা আমাকে জানায়, ওসির সহযোগিতা ছাড়া আসামি ছাড়িয়ে নেওয়া সম্ভব নয়।’

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন আমাদের সময়কে বলেন, ‘আটকের পর থানার ভেতরে ছাত্রদলের কিছু লোকজন এসে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশের কোনো গাফলতি আছে কি না তা তদন্ত করা হবে। এবং যারা থানায় এসে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন, তাদের চিহ্নিত করা হবে। এ বিষয়ে যৌথবাহিনী অভিযানে রয়েছে।’

এদিকে আসামিসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।