পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশী রেলওয়ের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও ও এম এস কলোনির দুলাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫)।
স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান, আয়নুল পেশায় একজন রিকশাচালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় তিনি বেশ কয়েকদিন ধরে দুলালের বাড়িতে তার অটোরিকশা চার্জ দিয়ে আসছিলেন। মঙ্গলবার সারাদিন অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় ছোট ছেলে আরিয়ানকে (৮) সঙ্গে নিয়ে দুলালের বাড়িতে অটোরিকশটি চার্জ দিতে আসেন। চার্জে দিতে গিয়ে অসাবধানবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তখন ছেলে আরিয়ানের চিৎকার শুনে দুলালের স্ত্রী ফাতেমা বেগম দৌড়ে গিয়ে আয়নুলকে বাঁচানোর চেষ্টা করায় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন, কিন্তু তার আগেই আয়নুলের মৃত্যু হয়।
এদিকে আহত ফাতেমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়ার হবে।