বিএনপি নেতা ও বর্তমানে চেয়ারম্যান আইয়ুব আলী আর নেই
বুধবার (১৬ এপ্রিল) ভোর রাতে তিনি নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত একটা পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের কাজে পরিষদেই ব্যস্ত ছিলেন। বাড়ি ফিরে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর ছয়টার দিকে তার কক্ষে গেলে বিছানায় এলোমেলোভাবে তাকে পড়ে থাকতে দেখেন। পরি পরিবারের লোকজন তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইয়ুব আলী সরকারী নাজমুল স্মৃতিবিশ্ববিদ্যলয় কলেজের সবশেষ ছাত্র সংসদের এজিএস ছিলেন। এছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ছিলেন। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জল ও সদালাপি ছিলেন তিনি। গোজাকুড়া নতুন কবরস্থান স্থানে তাকে সমাহিত করা হয়েছে।