নালিতা বাড়িতে ফুট পাতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে
জেলা প্রতিনিধি প্রতিনিধি।
নালিতাবাড়ী প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে সহীদ মিনার পর্যন্ত ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এই হচ্ছে অভিযানের মাধ্যমে প্রায়ই শতাধিক অবৈধ দোকান পাটকে উচ্ছেদ করা হয়।
অবৈধ দোকানপাট গড়ে তোলার কারণে যানজট এবং ফুটপাতে নারী শিশুদের চালাচল বিশেষ ভাবে বিঘ্নিত হচ্ছিল । সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা,সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ারস এর সহযোগিতায়, অসংক্রামক রোগ (হৃদরোগ ,উচ্চ রক্তচাপ,হার্ড এটাক)প্রতিরোধে খেলার মাঠ, পার্ক ও ফুটপাতে হাঁটার উপযুক্ত করে গড়ে তোলার জন্য এডভোকেসি করে আসছিল। প্রশাসন কর্তৃক এহেন পদক্ষেপ কে সবুজ বাংলা সাধুবাদ জানিয়েছে।