সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চলতি বোরো মৌসুমে সরকার ১ হাজার ৪৪০ টাকা মণ দরে মোট ১৪ হাজার ৬৪৫ মেট্রিক টন ধান সংগ্রহ করবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে আলী ইমাম মজুমদার বলেন, ‘কৃষকদের কষ্টের ফলস্বরূপ উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার এ দাম নির্ধারণ করেছে। যেন তারা গুদামে এসে কোনো হয়রানির শিকার না হন।’ তিনি আরও জানান, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে এবং অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ব্যক্তিগতভাবে ধান সংগ্রহ কার্যক্রম মনিটর করবেন বলেও জানান। ‘গত আমন মৌসুমের মতো এবারও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে,’ যোগ করেন উপদেষ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এবং জেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ প্রমুখ।
এই কার্যক্রমের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি গুদামে ধান সরবরাহ করতে পারবেন এবং উপযুক্ত দাম পেয়ে লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।