শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার ওই গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় একদিনের জন্য বৈশাখী মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনের বেলায় মেলায় কিছু দোকানপাটের সঙ্গে একটি প্যান্ডেলে জাদু (ম্যাজিক) প্রদর্শন করা হয়। কিন্তু সন্ধ্যার পর ওই মেলায় আরেকটি প্যান্ডেলে শুরু হয় অশ্লীল নৃত্য। পাশাপাশি বসানো হয় জমজমাট জুয়ার আসর।
সূত্রটি আরও জানায়, রাত যত গভীর হয় ওই আসরের শব্দ তত বাড়তে থাকে। গান-বাজনার এই উচ্চশব্দে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আশপাশ এলাকার লোকজন লাঠিসোটা হাতে মেলায় গিয়ে জুয়া ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় জুয়ারি ও আয়োজকরা দৌড়ে পালিয়ে যায়।
পলাতক থাকায় জাকির মিয়া ও গোলজার মেম্বারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।