মাঠ এবং মাঠের বাইরের সবখানে অস্থিরতা কাজ করছে দেশের ক্রিকেটে। মাঠে খেলোয়াড়দের হতাশাজনক পারফরম্যান্স, আর মাঠে বাইরে নানান বিতর্ক। সবকিছু মিলিয়ে খারাপ সময় পার করছে দেশের অন্যতম এই ক্রীড়া বোর্ড। এরই মাঝে গতকাল বিসিবি পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
মূলত, বাংলাদেশে ক্রিকেট বোর্ডের ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং বিসিবির বার্ষিক বাজেট ও আর্থিক বিষয়বস্তু নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল সভা।
তবে ভার্চুয়াল সভায় কোনো সুরাহা না হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে এবং গতকাল বিসিবি থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল বিসিবির কার্যালয়ে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা। সেই সভায় বিসিবির বার্ষিক বাজেট ও আর্থিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে।

স্টাফ রির্পোটার 

























