ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যৌতুকবিহীন বিয়ে, নবদম্পতিরা জামায়াতের উপহার পেল

রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আর্থিকভাবে অস্বচ্ছল ও কন্যাদায়গ্রস্ত পরিবারগুলোর মধ্যে যাদের মেয়ের বিয়ে দিতে অক্ষম এমন পরিবার খুঁজে আগে ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জামায়তে ইসলামী ও মানবকল্যান ফাউন্ডেশন। অনুষ্ঠানটি নবদম্পতিদের দুই পরিবারের উপস্থিতিতে অনারম্ভর আয়োজনে ঢাকায় সম্পন্ন হয়।

তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মানব কল্যাণ ফাউন্ডেশন গঙ্গাচড়া শাখার যৌথ উদ্যোগে বুধবার (৭ মে) এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গঙ্গাচড়া সরকারি মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে যৌতুকবিহীন ২০ এতিম নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নবদম্পতিদের হাতে উপহার হিসেবে খাট-আলমারি, তোষক, কম্বল, স্বর্ণালংকার, নগদ অর্থ এবং গৃহস্থালির প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসন এর এমপি প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী।

তিনি বলেন, কিছুদিন আগে অনারম্ভর আয়োজনে ঢাকায় এই বিয়ে সম্পূর্ণ হয়েছে। তারপর থেকে দায়িত্ব আরও বেড়ে গিয়েছে, দায়িত্বের অংশ হিসেবে নব-দম্পতিদের মাঝে এ সকল পুরস্কার বিতরণ করা হয়। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান।

তিনি বলেন, যারা আর্থিকভাবে বিয়ের আয়োজন করতে অক্ষম, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। শুধু বিয়ে দিয়েই দায়ভার শেষ হয়ে যায়নি, তারা কেমন আছে এটাও দেখার দায়িত্ব আমাদের আছে। তাই এই নব-দম্পতিদের মাঝে বিবাহোত্তর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিত্তবানদের এরকম উদ্যোগের আয়োজনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আশরাফুল আলম,গঙ্গাচড়া ইউনিয়ন আমির মনিছুর রহমান, জামায়াত নেতা শরিফুল হুদা দুলালসহ বিভিন্ন দায়িত্বশীল নের্তৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৩-১১-২০২৪ ইং এ ঢাকার জমজম হোটেল এ যৌতুকবিহীন এ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মো. শফিকুর রহমান ও ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন উপস্থিত থেকে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

যৌতুকবিহীন বিয়ে, নবদম্পতিরা জামায়াতের উপহার পেল

আপডেট সময় ১২:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আর্থিকভাবে অস্বচ্ছল ও কন্যাদায়গ্রস্ত পরিবারগুলোর মধ্যে যাদের মেয়ের বিয়ে দিতে অক্ষম এমন পরিবার খুঁজে আগে ঢাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন জামায়তে ইসলামী ও মানবকল্যান ফাউন্ডেশন। অনুষ্ঠানটি নবদম্পতিদের দুই পরিবারের উপস্থিতিতে অনারম্ভর আয়োজনে ঢাকায় সম্পন্ন হয়।

তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মানব কল্যাণ ফাউন্ডেশন গঙ্গাচড়া শাখার যৌথ উদ্যোগে বুধবার (৭ মে) এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গঙ্গাচড়া সরকারি মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে যৌতুকবিহীন ২০ এতিম নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নবদম্পতিদের হাতে উপহার হিসেবে খাট-আলমারি, তোষক, কম্বল, স্বর্ণালংকার, নগদ অর্থ এবং গৃহস্থালির প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসন এর এমপি প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী।

তিনি বলেন, কিছুদিন আগে অনারম্ভর আয়োজনে ঢাকায় এই বিয়ে সম্পূর্ণ হয়েছে। তারপর থেকে দায়িত্ব আরও বেড়ে গিয়েছে, দায়িত্বের অংশ হিসেবে নব-দম্পতিদের মাঝে এ সকল পুরস্কার বিতরণ করা হয়। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান।

তিনি বলেন, যারা আর্থিকভাবে বিয়ের আয়োজন করতে অক্ষম, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। শুধু বিয়ে দিয়েই দায়ভার শেষ হয়ে যায়নি, তারা কেমন আছে এটাও দেখার দায়িত্ব আমাদের আছে। তাই এই নব-দম্পতিদের মাঝে বিবাহোত্তর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিত্তবানদের এরকম উদ্যোগের আয়োজনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আশরাফুল আলম,গঙ্গাচড়া ইউনিয়ন আমির মনিছুর রহমান, জামায়াত নেতা শরিফুল হুদা দুলালসহ বিভিন্ন দায়িত্বশীল নের্তৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৩-১১-২০২৪ ইং এ ঢাকার জমজম হোটেল এ যৌতুকবিহীন এ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মো. শফিকুর রহমান ও ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন উপস্থিত থেকে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।