গত শনিবার (২৪ মে) সন্ধ্যায় মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মছিরন বেগম (৫০) ও তার আট বছরের নাতি নুর আলম। মছিরন বেগম গড়মহাস্থান হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা এবং মহাস্থান গাইবান্ধা হোটেলের কর্মচারী ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বুলবুল সার্কাসের মালিক শাহীনুর রহমান জানান, নিহতরা মহাস্থানগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় বিভিন্ন হোটেলে কাজ করতেন, তবে তারা নির্দিষ্ট কোনো হোটেলের কর্মী ছিলেন না। আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া সম্ভব হয়নি। তিনি নিজ উদ্যোগে দাফনের ব্যবস্থা করেছেন।
ওসি শাহীনুজ্জামান বলেন, এই ঘটনায় দুইজন মারা গেছে। কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।