গৃহবধু অপহরন জোরপূর্বক ধর্ষণ প্রধান আসামী সত্য চন্দ্র কে নাটোর সুলতানপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫
মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী গৃহবধু কে অপহরনের পর জোরপূর্বক ধর্ষণ , প্রধান আসামী সত্য চন্দ্র কে নাটোরের সুলতানপুর থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৫।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিসি-২ এর চৌকস অপারেশনাল দল ০২ এপ্রিল ২০২৪ ইং তারিখ ১৯:৫০ ঘটিকায় অপহরণকারী ও ধর্ষক শ্রী শান্ত চন্দ্র পাহান (২৩), পিতা-নির্মন চন্দ্র পাহান, গ্রাম-বড়তাজপুর (পাহানপাড়া), থানা-সদর, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায়, জনৈকা কবিতা রানী কে গত ৩১/০১/২০২৪ ইং তারিখ ১৯:৩০ ঘটিকায় নিজ কক্ষে একা অবস্থানকালীন সময় প্রায়শই অশ্লিল আচরণ ও কুপ্রস্তাবকারী শ্রী শান্ত চন্দ্র পাহান পূর্ব হতে ওৎ পেতে থাকা অজ্ঞাত সহযোগীসহ ধারালো চাকু দ্বারা মৃত্যুর ভয় দেখিয়ে মোটর সাইকেলে করে অপহরণ করে জোরপূর্বক রাতভর ধর্ষণ করে।
পরবর্তীতে জনৈকা কবিতা রানী কে তার পরিবার অনেক খোজাখুজির পর মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ধর্ষক শান্ত চন্দ্র পাহান এর বাড়ী থেকে অসুস্থ অবস্থায় কবিতা রানী কে উদ্ধার করে। পরবর্তীতে কবিতা রানীর পরিবার বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ আদালতে কোর্ট পিটিশন দায়ের করেন।
জয়পুরহাট বিজ্ঞ আদালতে কোর্ট পিটিশন দায়ের পর র্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল অপহরনকারী ও ধর্ষক শ্রী শান্ত চন্দ্র পাহান কে নাটোর জেলার সুলতানপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করেছে।

Reporter Name 
























