দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমে আরও অস্বস্তি বাড়বে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের সই করা এক তাপপ্রবাহের সতর্কবার্তায় (হিট অ্যালার্ট) এ তথ্য জানানো হয়েছে।
বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে বইছে বিভিন্ন মাত্রার তাপপ্রবাহ। আজও বিশেষ করে খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।