প্রসাদ দাস :
জামালপুর সদর উপজেলার পিয়ারপুর শাহিদা খায়ের বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ মে দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বিদ্যালয়ের নৈশ্য প্রহরী ফরহাদ হোসেন অপুর সাথে কথা বললে তিনি জানান আমি শেখ রাসেল জিজিটাল ল্যাব রোম হতে দূরে স্কুলের উত্তর
কোণে আামার রুমে ছিলাম এ সময় কে বা কারা ল্যব রোমের তালা ভেঙ্গে ৯ টি ল্যাপটব ১ টি স্ক্যানার ৮ টি মাইক্রোফোন চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান আহাম্মেদ খোকা জানান উক্ত চুরির ঘটনা অত্যান্ত দুঃখ জনক, তিনি আরো
জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে
আরো পড়ুন….

Md. Raduan Ahammed 























