মোঃ কামরুজ্জামান সরকার বাবু :
গরুর খামার করে বেকার জীবন থেকে এখন উন্নত জীবন যাপন মোঃ আবু তাহেরের । মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এই ভাবসম্প্রসারন নিয়ে এগিয়ে যাচ্ছে ৪ নং ওয়ার্ড এর দেওয়ান পাড়া গ্রামের বাসিন্দা সুশিক্ষিত ছেলে মোঃ আবু তাহের।
সে উপজেলা সদরে একটি বে সরকারি সংস্থা ডাচবাংলা ব্যাংক সল্প আয়ের চাকরি করেন । বর্তমানে আবু তাহের বেশকটি উন্নত জাতের গাভী নিয়ে একটি খামার পরিচালনা করছেন এবার সামনে ঈদু আজহাতে তার খামার হতে বেশ কিছু গরু বিক্রি হহে বলে খামার পরিচালনা কারী মো: আবু তাহের জানান। ইতি পূর্বে আবু তাহের কোন কর্ম চিল না বেকার জীবন যাপন করতেন। বর্তমানে আবু তাহের বিবাহিত তার একটি মেয়ে সন্তান রয়েছে। তার কর্মময় জীবন নিয়ে তার পিতা মাতা ভীষণ চিন্তিত ছিলেন।
পোরশা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মহোদয় এর দপ্তরের সঠিক দিকনির্দেশনা মোতাবেক আবু তাহের খামার পরিচালনা করছেন পাশাপাশি তার ভাগ্যর পরিবর্তন ঘটিয়েছেন ইনশাআল্লাহ। সে নিজেই গরু গুলো কে পরিস্কার পরিচ্ছন্ন করেন তার কোন লেবার নেই। এককথায় অভিশপ্ত জীবন নয় এখন আবু তাহের এর উন্নত জীবন। আবু তাহের বলেন অযথা সময় নষ্ট না করে জীবন টা কে টেকসই ভাবে কাজে লাগাতে হবে। কর্মহীন জীবন কাফন জড়ানো জীবনন্ত লাষ আমি খামার নির্মাণ করে আল্লাহর রহমতে ভীষণ ভালো আছি। আপনারা বেকার সুশিক্ষিত ছেলেরা আমার মতো খামার পরিচালনা করতে পারেন।