ভ্রাম্যমান প্রতিনিধি :
অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীরা।
রবিবার ১৯ মে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শাবিপ্রবির সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহণ কর্মচারী সমিতি এবং শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কর্মচারী। এসময় তাদের হাতে ‘বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রজ্ঞাপন প্রত্যাহার চাই’, ‘আগামী বাজেটে নবম পে-স্কেল প্রদানের দাবি’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আওতামুক্ত রাখা, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কর্তৃক কমিশন প্রণীতব্য অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত এবং আগামী বাজেটে নবম পে-স্কেল প্রদানের দাবি জানান। এসময় কর্মচারী প্রতিনিধিরা বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন অতিদ্রুত প্রত্যাহার বিবৃতির সঙ্গে একমত পোষণ করেন। শাবিপ্রবি সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়সল খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহায়ক পরিবহণ কর্মচারী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সাদেক আহমেদ ও সাধারণ সম্পাদক রমযান আহমেদ এবং সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মো: শাহাজাহান সিরাজ।