অনলাইন সংবাদ-
আজ সোমবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে তামাক সেবন ও এ জাতীয় পদার্থের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জর্দা, গুল, বিড়ি, সিগারেট, ধূমপান, গাঁজা, তামাক সেবন ও নেশা জাতীয় পদার্থের অপকারিতা সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আলোচনা করেন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবির ঘোষ এবং ডা. হোসাইন মো. এরশাদ। এ সময় অফিস সহকারী বাবুল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেত্রী ফুলপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদ নিগার সুলতানা, সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন ও এম এ মান্নান প্রমুখ।
ময়মনসিংহ ফুলপুরে তামাকের অপব্যবহার বন্ধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা-
এ সময় সাংবাদিক নুরুল আমিন, রফিকুল ইসলাম, খায়রুল হাসান রাজু, তপু রায়হান, হাসপাতালের পরিসংখ্যানবিদ বিনয় প্রসাদ কানু, পরিতোষ চন্দ্র বিন্দ, সুমিত সরকার উদয়, শামসুল হক, রাশিদুল হাসান রিফাত, ফজলুল হক, এমদাদুল হক ও সায়পদুজ্জামান এরা সকলেই উপস্থিত ছিলেন।