অনলাইন নিউজ –
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে রংপুরের সদর ও তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া উপজেলার ১৪টি ইউনিয়নে ১৬২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।এ দুই উপজেলায় ৩ লাখ ৭৬ হাজার ৮৬৫ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ২৭৭ জন এবং নারী ১ লাখ ৮৮ হাজার ৫৮৭ জন। নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তৃতীয় ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে কেন্দ্র ও কেন্দ্রের বাহিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দুই উপজেলায় ১১০০ পুলিশ, ২২৫০ জন আনসার নিয়োজিত রয়েছে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং র্যাবের সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে।
ভোটগ্রহণ চলছে- রংপুরে দুই উপজেলায়
রংপুর সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। দু-একজন করে ভোটার কেন্দ্রে এসে ভোট দিয়ে ফিরে যাচ্ছেন। কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন না থাকলেও বাহিরে প্রার্থীদের কর্মী-সমর্থকরা ভোট কেন্দ্রে আসা ভোটারদের কাছে প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।
ভোটগ্রহণ চলছে- রংপুরে দুই উপজেলায়