মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে গত (৩০ জুন) এ সংক্রান্ত একটি জরুরি অফিস আদেশ জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানের সই করা এই ‘অতীব জরুরি’ আদেশে বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অসাবধানতায় কোথাও কোথাও নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত এবং দায়িত্ব পালনে চরম অবহেলার শামিল।একইসাথে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যারা দায়িত্বে অবহেলা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
গত (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা ।