সংলাপে উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘সবার দলীয় অবস্থান থাকলেও, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগে আমরা আশাবাদী। প্রতিদিন হয়তো অর্জন হচ্ছে না, কিন্তু আমরা এগোচ্ছি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।’ তিনি বলেন, ‘সংস্কারের ব্যাপারে মানুষ প্রত্যাশা করছে। প্রতিদিনের আলোচনায় না হলেও আমরা এক জায়গায় পৌঁছাতে চাই।’
এদিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান এবং অন্যান্য অমীমাংসিত ইস্যু আলোচনার কথা ছিল।
দ্বিকক্ষীয় সংসদে বেশিরভাগ দলের সমর্থন
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিকক্ষীয় সংসদের পক্ষে এবং উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন বণ্টনে একমত হয়েছে। তবে কিছু দল এখনো ভিন্নমত পোষণ করছে।’
এর আগে গত রোববার (২৯ জুন) ড. আলী রীয়াজ বলেছিলেন, ‘আমরা কেউ আগের অবস্থায় ফিরতে চাই না। দেশের স্বার্থেই সংস্কার আলোচনায় অগ্রগতি প্রয়োজন।’ তিনি প্রশ্ন রাখেন, ‘শুধু নিজেদের ও দলের স্বার্থ দেখব, নাকি দেশের স্বার্থ বিবেচনায় নেব? গত জুলাইয়ে যে ঐক্যের অঙ্গীকার করা হয়েছিল, তা কতটা অর্জিত হয়েছে?’