স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।
বুধবার (২ জুলাই) সকালে খামারবাড়ি বিএআরসিতে কৃষি-সংক্রান্ত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তবে তাঁর ভুল ছিল সঙ্গে ম্যাগাজিন বহন করা, যা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। বিষয়টি আমি আগের দিনই পরিষ্কার করেছি।”
মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।”
বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “চাল আমদানি ও অভ্যন্তরীণ ফলন ভালো হলেও বাজারে দাম বাড়তি। সরকার চেষ্টা করছে তা নিয়ন্ত্রণে আনতে। গণমাধ্যমের সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত জরুরি।”
দুর্নীতি দমনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “দুর্নীতির লাগাম এখনো পুরোপুরি টেনে ধরা না গেলেও কাউকে ছাড় দেওয়া হবে না।”
কৃষি-ভিত্তিক প্রকল্প নিয়ে তিনি বলেন, “জুন মাসে যেসব প্রকল্পের কাজ শেষ হয়েছে, সেগুলো বাস্তবায়নের ফলে কৃষকরা কতটা উপকৃত হবেন তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খনন নিয়েও কাজ চলছে।”