ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসানুজ্জামান নাহিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) ভোররাতে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।জানা গেছে, গত শুক্রবার সকালে ডেঙ্গু নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন হাসানুজ্জামান। পরে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান।
পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরে রাত ৩ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যুবকের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু ঝিনাইদহে
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ রেজাউল ইসলাম কালের কণ্ঠকে জানান, গতকাল সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবক চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে এসেছিলেন।তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে আজ ভোররাতে তিনি মারা গেছেন বলে শুনেছি।