ময়মনসিংহ , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সায়মা ওয়াজেদের সব সুবিধা বাতিল হোক বললেন প্রেস সচিব

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন,“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি স্থায়ী সমাধান প্রয়োজন, এমন একটি সিদ্ধান্ত যা সায়মা ওয়াজেদকে তার পদ থেকে সম্পূর্ণভাবে অপসারণ করবে, তার সংশ্লিষ্ট সব সুবিধা বাতিল করবে এবং এই মর্যাদাপূর্ণ পদে সততা ফিরিয়ে আনবে, যাতে জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠিত হয়।”

প্রেস সচিব আরও বলেন,“বাংলাদেশের মানুষ এবং বিশ্বের জনসাধারণ এই স্বচ্ছতা, সততা এবং ন্যায়ের উত্থানে সন্তুষ্ট।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার (১১ জুলাই) এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের বিষয়টি জানান। প্রেস সচিব বলেন, সেদিন থেকেই পুতুল ছুটিতে থাকবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডব্লিউএইচও’র সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিন বোহেম। তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব নেবেন।

হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক গত মার্চে দুটি মামলা করে। এসব অভিযোগের কারণেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবেই তিনি এ পদে বসেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সায়মা ওয়াজেদের সব সুবিধা বাতিল হোক বললেন প্রেস সচিব

আপডেট সময় ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন,“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি স্থায়ী সমাধান প্রয়োজন, এমন একটি সিদ্ধান্ত যা সায়মা ওয়াজেদকে তার পদ থেকে সম্পূর্ণভাবে অপসারণ করবে, তার সংশ্লিষ্ট সব সুবিধা বাতিল করবে এবং এই মর্যাদাপূর্ণ পদে সততা ফিরিয়ে আনবে, যাতে জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠিত হয়।”

প্রেস সচিব আরও বলেন,“বাংলাদেশের মানুষ এবং বিশ্বের জনসাধারণ এই স্বচ্ছতা, সততা এবং ন্যায়ের উত্থানে সন্তুষ্ট।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার (১১ জুলাই) এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের বিষয়টি জানান। প্রেস সচিব বলেন, সেদিন থেকেই পুতুল ছুটিতে থাকবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডব্লিউএইচও’র সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিন বোহেম। তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব নেবেন।

হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক গত মার্চে দুটি মামলা করে। এসব অভিযোগের কারণেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবেই তিনি এ পদে বসেন।