সম্প্রতি দেশে ঘটে যাওয়া নানা ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং এখন থেকে আইনশৃঙ্খলার প্রশ্নে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
আজ শনিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপ প্রেস সচিব বলেন, “গণঅভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে উত্তরণের জন্য গণ অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এর মাঝেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে, সরকার তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিচ্ছে।”
তিনি বলেন, “সম্প্রতি একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। সেই ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। এখন থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কোনভাবেই কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।”
মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কোনো বিকল্প নেই। পুলিশকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে।”
তিনি সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “যদি কোনো অনিয়ম বা অপরাধ ঘটে, তা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। আমরা ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনভাবেই কাউকে কোন ছাড় দেয়ার কোনো সুযোগ নাই।”