এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ আর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, উপজেলা সদর ওছখালীতে বসে বা বড় নেতাদের ঘরে গিয়ে হাত-পা ধরে আর রাজনীতি হবে না।
গত সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে এক সভায় তিনি এসব কথা বলেন। জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় মিলাদ ও দোয়ার মাধ্যমে ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয়।
রাজনীতি মানে নিজের সুবিধা নয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব। রাজনীতি করতে হলে ভূমিহীনদের ভূমি মেরে না দিয়ে তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। রাস্তাঘাটের কাজ করতে হলে সেখান থেকে চাঁদা খাওয়া যাবে না। রাজনীতি করতে হলে গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে হবে, নদীর ধারে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মাওলানা আবদুল মালেক, প্রধান শিক্ষক শামছুত তিব্রিস, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।