অনলাইন নিউজ-
ক্লাব ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন টনি ক্রুস। এ মাসেই শুরু হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেই তুলে রাখবেন জাতীয় দলের জার্সিও। কিন্তু ক্রুস ক্লাব ফুটবল চালিয়ে যাক এমনটাই চান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। ক্রুস চাইলেই রিয়ালের হয়ে খেলতে পারবেন আসছে মৌসুমে।
সেক্ষেত্রে জার্মান এই মিডফিল্ডারের কাছ থেকে সম্মতি পেতে একটি ফোন কলের আশায় আছেন আনচেলোত্তি,গত মাসেই রিয়াল মাদ্রিদ থেকে রাজকীয় বিদায় পেয়েছেন ক্রুস। নিজের শেষ মৌসুমে লস ব্লাংকোদের জার্সিতে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা। কিন্তু ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার এখনি বুট জোড়া তুলে রাখুক এমনটা চায় না সমর্থকরা। আনচেলোত্তিও চান, ক্রুস খেলা চালিয়ে যাক।
একটি ফোন কলের আশায় আনচেলোত্তি ক্রুসের কাছ থেকে