ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চবিতে বিক্ষোভ সমাবেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

২১ জুলাই মাইলস্টোন কলেজের উপর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী নিহত হয় এবং আহত হয় প্রায় শতাধিক। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা এ ঘটনার পরবর্তীতে ৬ দফা দাবিতে কর্মসূচী ঘোষণা করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট তাদের এই কর্মসূচীর সাথে পূর্ণ সমর্থন ব্যক্ত করে, আজ ২২ জুলাই সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়টির শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখার সদস্য আহমেদ মুগ্ধর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মোহাম্মদ আকিব, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা ও বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন আরাফাত সহ অন্যান্য নেতৃত্বরা।

সমাবেশে বক্তারা নিহত শিক্ষার্থীদের প্রতি শোক ও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, গতকাল প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে শিক্ষার্থীরা আহত ও নিহত হয়েছে আমরা বলতে চাই এটা দুর্ঘটনা নয়, এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এই রাষ্ট্রে আমরা বারবার দেখেছি দুর্নীতি, অবহেলা, সামরিকীকরণ ও ক্ষমতার দম্ভ সাধারণ মানুষের জীবনকে কতটা অনিরাপদ করে তুলেছে। পাহাড় থেকে সমতল কোথাও নিরাপত্তা নেই, কোথাও জবাবদিহি নেই।

সমাবেশ শেষে তারা রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে চার দফা দাবি উপস্থাপন করেন। দাবি সমূহ হল: ১/ জনগণের সামনে বিমান দুর্ঘটনাসহ ১২ মাসে সংঘটিত সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগত মৃত্যুর দায় স্বীকার করে সরকারকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ২/ উক্ত ঘটনার পূঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট জনপরিসরে প্রকাশ করতে হবে। ৩/ আহতদের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে। ৪/ এই অব্যবস্থাপনায় জড়িতদের ও মৃত্যুর সংখ্যা লুকোনো ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে হবে ও শিক্ষকদের গায়ে হাত তোলার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

চবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

২১ জুলাই মাইলস্টোন কলেজের উপর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী নিহত হয় এবং আহত হয় প্রায় শতাধিক। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা এ ঘটনার পরবর্তীতে ৬ দফা দাবিতে কর্মসূচী ঘোষণা করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট তাদের এই কর্মসূচীর সাথে পূর্ণ সমর্থন ব্যক্ত করে, আজ ২২ জুলাই সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়টির শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রী চবি শাখার সদস্য আহমেদ মুগ্ধর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মোহাম্মদ আকিব, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা ও বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন আরাফাত সহ অন্যান্য নেতৃত্বরা।

সমাবেশে বক্তারা নিহত শিক্ষার্থীদের প্রতি শোক ও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, গতকাল প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে শিক্ষার্থীরা আহত ও নিহত হয়েছে আমরা বলতে চাই এটা দুর্ঘটনা নয়, এটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। এই রাষ্ট্রে আমরা বারবার দেখেছি দুর্নীতি, অবহেলা, সামরিকীকরণ ও ক্ষমতার দম্ভ সাধারণ মানুষের জীবনকে কতটা অনিরাপদ করে তুলেছে। পাহাড় থেকে সমতল কোথাও নিরাপত্তা নেই, কোথাও জবাবদিহি নেই।

সমাবেশ শেষে তারা রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে চার দফা দাবি উপস্থাপন করেন। দাবি সমূহ হল: ১/ জনগণের সামনে বিমান দুর্ঘটনাসহ ১২ মাসে সংঘটিত সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগত মৃত্যুর দায় স্বীকার করে সরকারকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ২/ উক্ত ঘটনার পূঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট জনপরিসরে প্রকাশ করতে হবে। ৩/ আহতদের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে। ৪/ এই অব্যবস্থাপনায় জড়িতদের ও মৃত্যুর সংখ্যা লুকোনো ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে হবে ও শিক্ষকদের গায়ে হাত তোলার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।