বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও শরিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ফেসবুক স্ট্যাটাসে দলীয় শৃঙ্খলা ও কূটনীতিগত ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি লেখেন, “তারেক রহমানের বক্তব্য শুনে তার কথায় রাগ করার সুযোগ নেই। এনসিপির নাহিদ, হাসনাত কিংবা সারজিসদের মতো নেতাদের বক্তব্যেও কখনো আক্রমণাত্মক কিছু পাইনি। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বললেও বরাবরই ঐক্যের কথা শুনেছি।”
তবে সম্প্রতি বিএনপি ও বাকি দলগুলোর মধ্যকার সম্পর্কে কিছুটা শীতলতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন ইলিয়াস হোসেন। এই অবনতির জন্য তিনি দায়ী করেন, “সালাউদ্দিন, আব্বাস কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারীদের মতো কিছু অতিউৎসাহী নেতাদের।”
জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, “যদিও তাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে কোনো আপত্তিকর বক্তব্য দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু কর্মীর উগ্র মন্তব্য বিএনপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে।”
সব রাজনৈতিক দলের উদ্দেশে ইলিয়াস হোসেন আহ্বান জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা করে যেন এ ধরনের উস্কানিমূলক আচরণ রোধ করা হয়।
তিনি মনে করিয়ে দেন, “আমাদের সবার শত্রু আওয়ামিলীগ ও ভারত। তাই দলের ভেতর থেকে আওয়ামিপন্থী ও ভারতীয় দালালদের চিহ্নিত করে সরিয়ে ফেললেই সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে।”
তার মতে, “বিরোধিতা থাকা স্বাভাবিক, কিন্তু বিভক্তি নয়। দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য জরুরি।”