শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে আজ শনিবার (২৬ জুলাই) এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
একই সঙ্গে অব্যাহিত দেওয়া হয় তথ্য কমিশনার শহীদুল আলমকেও। এরপর গত ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে অকার্যকর তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
এর আগে গত ডিসেম্বরে তথ্য কমিশন গঠনের দাবি তুলেছিল তথ্য অধিকার ফোরাম। প্রায় একবছর অকার্যকর থাকার পর সেই কমিশন গঠনের উদ্যোগের কথা জানাল সরকার।