ময়মনসিংহ , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বরাষ্ট্র উপদেষ্টা পুশব্যাক ইস্যুতে ভারতকে কঠোর বার্তা দিলেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ভারতে অবস্থানরত কোনো রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি, সীমান্ত দিয়ে যেভাবে ভারত পুশব্যাক কার্যক্রম পরিচালনা করছে, তার তীব্র নিন্দাও জানান তিনি।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যারা রোহিঙ্গা, তাদের আমরা গ্রহণ করছি না। বাংলাদেশি কেউ ভারতে অবৈধভাবে অবস্থান করলে তাকে গ্রহণে আমরা প্রস্তুত, তবে তা হতে হবে সঠিক ও স্বীকৃত চ্যানেলের মাধ্যমে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে যে, কেউ যদি প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়, তাহলে তাকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত পাঠাতে হবে। একইসঙ্গে তিনি বলেন, বাংলাদেশও অন্য দেশ থেকে ফেরত আসা নাগরিকদের প্রপার চ্যানেল ব্যবহার করেই গ্রহণ করে।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও পুশব্যাক প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশ সব ধরনের আন্তর্জাতিক নিয়ম ও মানবাধিকার মেনে চলার প্রতিশ্রুতিতে অটল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো নানা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, “সঠিক তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো বাহিনীকে বেআইনি নির্দেশনা মানতে বলা হয়নি, বরং তাদেরকে কঠোরভাবে আইনের সীমার মধ্যে থেকে কাজ করতে বলা হয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা পুশব্যাক ইস্যুতে ভারতকে কঠোর বার্তা দিলেন

আপডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ভারতে অবস্থানরত কোনো রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি, সীমান্ত দিয়ে যেভাবে ভারত পুশব্যাক কার্যক্রম পরিচালনা করছে, তার তীব্র নিন্দাও জানান তিনি।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যারা রোহিঙ্গা, তাদের আমরা গ্রহণ করছি না। বাংলাদেশি কেউ ভারতে অবৈধভাবে অবস্থান করলে তাকে গ্রহণে আমরা প্রস্তুত, তবে তা হতে হবে সঠিক ও স্বীকৃত চ্যানেলের মাধ্যমে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে যে, কেউ যদি প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়, তাহলে তাকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত পাঠাতে হবে। একইসঙ্গে তিনি বলেন, বাংলাদেশও অন্য দেশ থেকে ফেরত আসা নাগরিকদের প্রপার চ্যানেল ব্যবহার করেই গ্রহণ করে।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও পুশব্যাক প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশ সব ধরনের আন্তর্জাতিক নিয়ম ও মানবাধিকার মেনে চলার প্রতিশ্রুতিতে অটল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো নানা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, “সঠিক তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো বাহিনীকে বেআইনি নির্দেশনা মানতে বলা হয়নি, বরং তাদেরকে কঠোরভাবে আইনের সীমার মধ্যে থেকে কাজ করতে বলা হয়েছে।”