ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ ও সংস্কারকৃত মসজিদ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও গ্যারেজ উদ্বোধন করেন।
এ সময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ হলটির প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে। ডিজিটাল কার্ড পাঞ্চ করার মাধ্যমে শিক্ষার্থীরা গ্যারেজ ব্যবহার করতে পারবেন। কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কেউ গ্যারেজ ব্যবহার করতে পারবেন না।