ময়মনসিংহ , সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার চট্টগ্রামে গেস্ট হাউজ থেকে নির্বাচনের আগ পর্যন্ত চলবে অভিযান বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি বললেন সালাহউদ্দিন অনেক ভুলত্রুটি আছে, তবে ভালো দিকগুলোও দেখুন বললেন অর্থ উপদেষ্টা ঈশ্বরগন্জের কৃতি সন্তান ইন্জিনিয়ার মজিদ তার এলাকার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১ জানিয়েছে টিআইবি সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও দেখতে হবে বললেন অর্থ উপদেষ্টা স্কুলভিত্তিক ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে, বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে বাগেরহাটে বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, ঘুষের টাকা নিতে গিয়ে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রবাসী ৩ বন্ধু একসাথেই থাকতেন, একই বাইকে প্রাণ গেল

তিন বন্ধুর সবাই সৌদিপ্রবাসী। কয়েক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তারা। আবার একসঙ্গেই সৌদি ফেরার পরিকল্পনা ছিল। তবে আর সৌদি ফেরা হবে না তাদের।

রোববার (৩ আগস্ট) বিকেলে তারা একই মোটরসাইকেলে বেড়াতে বের হন। তবে যাত্রাপথে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজনই। তাদের আর ফেলা হল না প্রবাসে। হৃদয় বিদারক এ ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাদের মধ্যে লোকমান ও তুহিন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা। সুমনের বাড়ি সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামে। নিহত এই তিন বন্ধুর মধ্যে লোকমান এবার ছুটিতে এসে বিয়ে করেছিলেন।

জানা যায়, রোববার একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু— সুমন, লোকমান ও তুহিন বেড়াতে যাচ্ছিলেন চান্দুরা এলাকায়। অন্যদিকে, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ছিলেন বিজয়নগরের আকরাম হোসেন ও রংপুরের মনিরুজ্জামান। হঠাৎ দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এমন সময় পেছন থেকে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা দুই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন বন্ধুসহ ৪ জন এবং হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারা যায় আরেকজন। তিন বন্ধু একসঙ্গে কাজ করতেন সৌদি আরবে। ছুটি কাটিয়ে ১০-১৫ দিনের মধ্যেই ফেরার কথা ছিল তাদের। লোকমান মাত্র ১৭ দিন আগে বিয়ে করেছেন। ওই তিন প্রবাসীর পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

সরাইলের বাড়িউড়া গ্রামের স্থানীয়রা বলেন, ওরা সব সময় একসঙ্গেই চলাফেরা করত। বিদেশেও একসঙ্গে থাকত, দেশে এসেও একসঙ্গে ঘোরাঘুরি করত। আজ একসঙ্গে না ফেরার দেশে চলে গেল। এটা মেনে নিতে পারছে না কেউ।

দুর্ঘটনার দিন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার সময় একজন নিহত হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার চট্টগ্রামে গেস্ট হাউজ থেকে

প্রবাসী ৩ বন্ধু একসাথেই থাকতেন, একই বাইকে প্রাণ গেল

আপডেট সময় ১০:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

তিন বন্ধুর সবাই সৌদিপ্রবাসী। কয়েক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তারা। আবার একসঙ্গেই সৌদি ফেরার পরিকল্পনা ছিল। তবে আর সৌদি ফেরা হবে না তাদের।

রোববার (৩ আগস্ট) বিকেলে তারা একই মোটরসাইকেলে বেড়াতে বের হন। তবে যাত্রাপথে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজনই। তাদের আর ফেলা হল না প্রবাসে। হৃদয় বিদারক এ ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাদের মধ্যে লোকমান ও তুহিন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা। সুমনের বাড়ি সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামে। নিহত এই তিন বন্ধুর মধ্যে লোকমান এবার ছুটিতে এসে বিয়ে করেছিলেন।

জানা যায়, রোববার একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু— সুমন, লোকমান ও তুহিন বেড়াতে যাচ্ছিলেন চান্দুরা এলাকায়। অন্যদিকে, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ছিলেন বিজয়নগরের আকরাম হোসেন ও রংপুরের মনিরুজ্জামান। হঠাৎ দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এমন সময় পেছন থেকে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা দুই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন বন্ধুসহ ৪ জন এবং হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারা যায় আরেকজন। তিন বন্ধু একসঙ্গে কাজ করতেন সৌদি আরবে। ছুটি কাটিয়ে ১০-১৫ দিনের মধ্যেই ফেরার কথা ছিল তাদের। লোকমান মাত্র ১৭ দিন আগে বিয়ে করেছেন। ওই তিন প্রবাসীর পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

সরাইলের বাড়িউড়া গ্রামের স্থানীয়রা বলেন, ওরা সব সময় একসঙ্গেই চলাফেরা করত। বিদেশেও একসঙ্গে থাকত, দেশে এসেও একসঙ্গে ঘোরাঘুরি করত। আজ একসঙ্গে না ফেরার দেশে চলে গেল। এটা মেনে নিতে পারছে না কেউ।

দুর্ঘটনার দিন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার সময় একজন নিহত হন।