গভীর রাতে চিত্রনায়িকা শবনম বুবলী ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের আরও একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তর্জালে বিতর্কের জন্ম দিয়েছে এ ছবি।
গতকাল রোববার (৩ আগস্ট) গভীর রাতে ফেসবুকে ভাইরাল হয় শাকিব-বুবলীর আরও একটি ছবি। এ ছবিটিও নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডের। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরছেন শাকিব। তাদের থেকে বেশ দূরত্বে আরেকজনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বুবলী।
ছবিতে স্পষ্ট বুঝা যাচ্ছে, শাকিবের মতই পোশাক পরেছিলেন সে অচেনা মানুষটি। তাকেই কিছু একটা বুঝিয়ে দিচ্ছেন অভিনেত্রী। তাদের এ ছবি আবার আড়ালে থেকে অন্য একজন তুলেছেন। মুহূর্তেই এ ছবি নেটিজেনদের মনে তৈরি করে একাধিক প্রশ্ন। তাই ঝড়ের গতিতে ভাইরাল হয় ছবিটি।
একটি ফেসবুক পেজ থেকে ছবিটি ভাইরাল হয়। এরপরই ছবিটি শেয়ার করে মতামত জানাতে শুরু করেন নেটিজেনরা।
এক নেটিজেন বুবলীর পোস্ট করা সব ছবির সঙ্গে ভাইরাল ছবিটি জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘পিকচারগুলো কিন্তু একদিনে, এক জায়গায় তোলা। সব শেষে আমি আরেকটা পিকচার এড করেছি। ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে বুবলি একজন কে কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। তার মানে সব বুবলির পরিকল্পনায় হয়েছে।’
আরেক নেটিজেন লেখেন, ‘চিক্কুর দিয়া কান্তে মন চাচ্ছে। হেপি ফেনসিপ ডে তে এ কি পোস্ট আসলো।’
শাকিব ভক্ত একজন লেখেন, ‘পুরুষ তুমি অভিনয়ে সেরা। কেমনে পারো এসব করতে? আপনি নাকি বাংলাদেশের গর্ব? সত্যি আপনাকে নিয়ে অনেক প্রশ্ন তুলতে হচ্ছে। কেন আপনি সব কিছু ক্লিয়ার করেন না পাবলিক লি।’
আরেক শাকিব ভক্ত লেখেন, ‘এই এক লোক এত ব্যক্তিত্বহীন, আমার লাইফে এমন একটা বাজে নায়ক দেখি নাই, আর এই মহিলার কথা আর কি বলবো একটা সংসার কেমনে শেষ করে দিল’।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব-বুবলী। সঙ্গে রয়েছে তাদের ছেলে শেহজাদ খান জয়। উপভোগ করছেন অবকাশ যাপন। ছেলের কাছে অবকাশ যাপনের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতেই এক গুচ্ছ তোলেন তারা।
ব্যক্তিজীবনে শাকিব খান ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর।
এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান। তবে সে সংসারও টেকেনি অভিনেতার। বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন। তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এ চিত্রনায়ক।