বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লে. জেনারেল (অব.) এম. হারুন-অর-রশীদের মরদেহ নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাত ১০টায় হাটহাজারী উপজেলা ধলই ইউনিয়নের কাটিরহাট হাধুরখীল মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা ডা. মাহামুদুল হকের কবরের পাশে তাকে দাফন করা হয়।
রাতে জানাজা হলেও তাঁর জানাজায় এলাকায় মানুষের ঢল নামে। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও ধলই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আজম উদ্দীন শরীফ বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। রাত সোয়া দশটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।