পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুমকি উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম খানকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার (১০ আগস্ট) গভীর রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুমকি থানা পুলিশ।মো. শফিকুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা। গত ২৭ জুন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক মাসুদুর রহমানের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, অপারেশন ডেভিলহান্টে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।