অনলাইন নিউজ-
ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসছে আজ সোমবার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশির ভাগ এমপির শপথ গ্রহণের কথা আজ। অস্থায়ী (প্র-টেম) স্পিকার ভরত্রুহরি মেহতাবের তত্ত্বাবধানে হবে অনুষ্ঠান। অস্থায়ী স্পিকার পদ নিয়ে এরই মধ্যে মোদি সরকারের সমালোচনা শুরু করেছেন বিরোধী সদস্যরা।
তাই অধিবেশনের প্রথম দিনই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং রাহুল গান্ধীর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে বাগযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লোকসভা সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দিনব্যাপী শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। আজ সকাল ১১টার দিকে প্রথমে শপথ নেবেন প্রধানমন্ত্রী মোদি।
লোকসভা অধিবেশন শুরু আজ ভারতে
এ সময় তাঁকে লোকসভার নেতা ঘোষণা করবেন অস্থায়ী স্পিকার।এরপর বিভিন্ন রাজ্যের নামের আদ্যক্ষর অনুযায়ী সংশ্লিষ্ট এমপিরা শপথ নেবেন।