প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নওগাঁর মিঠুন কুমার সাহা নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি ট্রাকে ১২৫ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করে।
প্রতি মেট্রিক টন চালের আমদানি মূল্য দেখানো হয়েছে ৫২৮ মার্কিন ডলার। তবে খালাসের বিষয়ে এখনও কোনো সিএন্ডএফ এজেন্ট কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দেয়নি বলে জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।
তিনি আরও জানান, চালের শুল্ক প্রত্যাহার বা কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আমদানিকারকরা পূর্ব নির্ধারিত ৬৩ দশমিক ৫ শতাংশ শুল্ক পরিশোধ করেই চাল খালাস নিতে পারবেন।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি চঞ্চল জানান, দীর্ঘদিন পর চাল আমদানি শুরু হলেও শুল্ক হার সম্পর্কে এখনও চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ফোনে চাল আমদানির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ অফিসের উপসহকারী মো. ইউসুফ আলী জানান, এ বন্দরের ২৮ জন আমদানিকারক ৪০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন (আইপি) পেয়েছেন। বর্তমানে এসব চাল বোঝাই ট্রাক বন্দরের অভ্যন্তরে অবস্থান করছে।
সবশেষ গত ১৫ এপ্রিল হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।