ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না এবং জবাবদিহিমূলক সরকার কায়েম হবে।

আজ বুধবার (১৩ আগস্ট) বিকালে ফরিদপুর শহরের পৌর অডিটোরিয়ামে ‘ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামায়েকেরাম, তাওহীদি জনতার করণীয়’ শীর্ষক মতবিনিময় ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 পীর সাহেব চরমোনাই বলেন, ‘পিআর পদ্ধতিতে একটি সুন্দর দেশ গঠন সম্ভব হবে। জবাবদিহিতার অভাবের কারণে ফ্যাসিবাদ তৈরি হয়। পিআর পদ্ধতিতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমে যাবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। সকল দল ও মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।’
 
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর নিহতদের স্বজনদের কান্না থামেনি, আমরা তাদের এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজী ও দখলবাজী করছে। ওদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে এবং সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমরা তাদের ঘৃণা করি এবং ধিক্কার জানাই।’
 
সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরার।জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জন্মদিনে কেক না কাটতে নির্দেশ খালেদা জিয়ার

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর

আপডেট সময় ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না এবং জবাবদিহিমূলক সরকার কায়েম হবে।

আজ বুধবার (১৩ আগস্ট) বিকালে ফরিদপুর শহরের পৌর অডিটোরিয়ামে ‘ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামায়েকেরাম, তাওহীদি জনতার করণীয়’ শীর্ষক মতবিনিময় ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 পীর সাহেব চরমোনাই বলেন, ‘পিআর পদ্ধতিতে একটি সুন্দর দেশ গঠন সম্ভব হবে। জবাবদিহিতার অভাবের কারণে ফ্যাসিবাদ তৈরি হয়। পিআর পদ্ধতিতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমে যাবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। সকল দল ও মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।’
 
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর নিহতদের স্বজনদের কান্না থামেনি, আমরা তাদের এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজী ও দখলবাজী করছে। ওদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে এবং সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আমরা তাদের ঘৃণা করি এবং ধিক্কার জানাই।’
 
সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরার।জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।