অনলাইন নিউজ-
দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়ামের ব্যাটারির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছে।দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সোমবার সকালে হাওয়াসেং শহরের আরিসেল কারখানায় আগুন ধরে। এটির অবস্থান রাজধানী সিউল থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে।
স্থানীয় টেলিভিশনের ফুটেছে দেখা যায়, কারখানায় ছোট ছোট বিস্ফোরণ হচ্ছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর কাজ করছে।দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় ব্যাটারির কারখানায় ভয়াবহ আগুন, বহু হতাহত
তবে দেশটির ইয়োনহাপ বার্তাসংস্থা জানিয়েছে, অন্তত ২০ জনের লাশ পাওয়া গেছে। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন, প্রত্যক্ষদর্শীরা কারখানায় আগুন লাগার সময় দ্বিতীয় ফ্লোরে সিরিজ বিস্ফোরণের শব্দ শুনেছেন।